Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সপ্তাহব্যাপী চিত্র প্রর্দশনী সমাপ্ত

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর উপজেলা আর্টস্কুলের উদ্যোগে সপ্তাহব্যাপী চিত্র প্রর্দশনীর সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার উপজেলা আর্টস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চিত্র শিল্পী জগন্নাথপুর আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রনব বণিক এর সভাপতিত্বে ও আর্ট স্কুলের পরিচালনা পর্যদ সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ সজল এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেটের বিশিষ্ট সাংস্কৃডুশ ব্যক্তিত্ব চিত্রশিল্পী হ্যারল্ড রশীদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিত্রশিল্পী অরবিন্দু দাশ গুপ্ত,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, আর্ট স্কুলের শিক্ষক ফাতেমা আক্তার শিপা, কুশল রায়,শাহরিন হোসেন পিংকি। সপ্তাহ ব্যাপী চিত্র প্রর্দশনীতে বিজয়ী চিত্রশিল্পীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন, ১ম বর্ষের শিক্ষার্থী সাদিয়া আক্তার তানজিনা, দ্বিতীয় বর্ষের জয়িতা দে, তৃতীয় বর্ষ শ্রাবন্তী সরকার তুষ্টি, প্রর্দশনীতে শ্রেষ্ট পুরস্কার পান পল্লব বণিক দীপ্ত। সভায় আর্ট স্কুলের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সন্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেন আর্টস্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে চিত্রশিল্পী হ্যারন্ড রশীদ বলেন, জগন্নাথপুর আর্ট স্কুল হচ্ছে সিলেট বিভাগের কালচার অব ক্যাপিট্যাল। এই আর্ট স্কুলের চিত্রশিল্পীরা দেশের গন্ডি ছাড়িয়ে বিভিন্ন জায়গায় চিত্রাঙ্গনে ভূমিকা রাখছেন। একটি সুন্দর ও সুস্থ মননশীল প্রজন্ম গঠনে আর্টস্কুল ভূমিকা রাখছে বলে তিনি মন্তব্য করেন।

Exit mobile version