Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রির্পোটার :: ৪৫তম জাতীয় সমবায় দিবস সারা দেশের ন্যায় শনিবার জগন্নাথপুর উপজেলায় পালিত হয়েছে। সমবায়ের দর্শন টেকশই উন্নয়ন এ প্রতিপাদ্য নিয়ে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে সকাল ১১ টায় পৌর শহরে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি কমিশনার ভূমি কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন। সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন বলেন, সমবায় সমিতি শুধু কমিটি গঠন করে বসে থাকলে হবেনা, সমিতির কার্যক্রম সর্ম্পকে অবহিত হয়ে কাজ করতে হবে। সমবায় মানেই হলে দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। সমিতির সবাইকে সততা আর্দশ আর নিষ্টার সাথে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহবায়ন জানান।
photo-copy

উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান,উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা:জহিরুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি শংকর রায়, ইউআরসি প্রশিক্ষক হারুন-অর- রশিদ।

অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন রৌয়াইল হিলালপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি শাহ জামান উল্লা মুক্তা, সদস্য আশরাফুল হক আল মামুন, শিপা বেগম, জগন্নাথপুর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি ক্ষীতিশ দাস, আহমদাবাদ মৎস্যজীবি সমবায় সমিতির সাধারন সম্পাদক আলাল মিয়া, যুগলনগর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি উপেন্দ কুমার দাস প্রমুখ।

Exit mobile version