Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সরকারিভাবে ধানক্রয়ের কার্যক্রম শুরু

 

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষকদের নিকট থেকে ধান ক্রয় কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে কৃষকদের নামের তালিকা প্রনয়নের কাজ চলছে।
বুধবার জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুর উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের নিকট থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কার্যালয়ের যৌথ উদ্যোগে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। গত ১৩ মে থেকে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় কৃষকদের তালিকা তৈরী শুরু হয়েছে। একসপ্তাহ ব্যাপি তালিকা প্রস্তুুতির কাজ চলছে। এরপর ধান ক্রয় শুরু হবে।

জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা ধীরাজ নন্দী চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রত্যেক কৃষকের নিকট থেকে সর্বোচ্ছ ১০মন বোরো ধান ক্রয় করা হবে। প্রতিমণ ধানের মূল্যে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০টাকা।
এবার সরকারীভাবে কৃষকদের নিকট থেকে মোট ৬০১ মেট্রিনটন ধান ক্রয় করা হবে বলে তিনি জানিয়েছেন।

Exit mobile version