Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সরকারি গাছ কাটায় সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের

সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি গাছ কর্তন করায় যুবলীগ নেতা সাজ্জাদ খানের বিরুদ্ধে জগন্নাথপুর থানয় মামলা হয়েছে।
উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী ভূমি কার্যালয়ের সহকারি ভূমি কর্মকর্তা রমেন্দ্র নারায়ণ দাস বাদী হয়ে গতকাল বৃহস্পিতবার রাতে এ মামলা দায়ের করেন।
শ্রীরামসী ভূমি কার্যালয়ের সহকারি কর্মকর্তা রমেন্দ্র নারায়ন দাস জানান, সরকারি অনুমতি না নিয়ে জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের রতিয়ারপাড়া এলাকা থেকে আটটি গাছ কেটে নেয়ায় যুবলীগ নেতা সাজ্জাদ খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বিনা অনুমতিকে সরকারি গাছ কর্তন করায় সাজ্জাদ খানের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামী গ্রেফতারে  অভিযানে চলছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছি। সরকারি গাছটার সত্যতা পাওয়ায় সরকারি সম্পদ লুন্ঠনকারীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
প্রসঙ্গত, স্থানীয় সরকার (এলজিইডি) আওতাধীন জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কের জগন্নাথপুরের অংশের বাউরকাপন, শাসননবি ও রতিয়ারপাড়া এলাকায় সড়কের পাশ থেকে মীরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদ খান সরকারি সাতটি রেনট্রি গাছ করাত দিয়ে কর্তন করে গাছগুলি কেটে নেন। যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। এবিষয়ে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকসহ  গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলো টনকনড়ে স্থানীয় প্রশাসনের।

Exit mobile version