Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সরকারি দিঘি থেকে অবৈধ স্থাপনা অপসারণ ও মিষ্টির দোকানে জরিমানা

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর কালিবাড়ি  সরকারি দিঘি
থেকে অবৈধ স্থাপনা অপসারণ ও উপজেলার রানীগঞ্জ বাজার থেকে ২০ হাজার টাকা
জরিমান আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বাড়ী
জগন্নাথপুর গ্রামের আব্দুল মিয়া কর্তৃক নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ ও
রানীগঞ্জ বাজারের ভাই ভাই  মিষ্টির দোকান ঘরে অপরিচ্ছন্নতার কারণে ২০
হাজার টাকা জরিমান প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারি
কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি দিঘিতে বেআইনিভাবে বাড়ী
জগন্নাথপুর গ্রামের  আব্দুল মিয়া টয়লেটের পাকা ট্যাংকি নির্মাণ করা অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। এছাড়াও রানীগঞ্জ বাজারের ভাই ভাই মিষ্টি ঘরে ভেজাল ও অপরিচ্ছন্নতার কারণে
২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

 

Exit mobile version