Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সরকারি ভূমি থেকে ৭টি দোকানঘর উচ্ছেদ

:
সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি ভূমি থেকে অবৈধভাবে নির্মিত সাতটি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।
রোববার  জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসির আরাফাতের নেতৃত্বে দিনভর পৌরশহরের ইকড়ছই স্লুইচগেট  সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সরকারি ভুমি দখলকারদের নিকট থেকে মুক্ত করা
হয়।
উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) কার্যালয় ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শহরের ইকড়ছই স্লুইচগেটের নিকটবর্তী জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের দুই পাশে নলজুর নদীরপাড় দখল করে দোকানঘর নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছিল দখলদাররা। সম্প্রতি উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) কার্যালয় থেকে সরকারী ভূমি ছেড়ে দেওয়ার জন্য দখলদার জাহির
আলী, সুরত খা, ফয়জুল ইসলাম, বাবলু মিয়া, রাহিম আলী, কমরু মিয়া ও ফয়জুল
মিয়াকে লিখিতভাবে নোটিশ প্রদান করা হয়। যার প্রেক্ষিতে গতকাল সকাল থেকে
বিকাল পর্যন্ত জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) ইয়াসির আরাফাতের নেতৃত্বে জগন্নাথপুর থানার একদল পুলিশের উপস্থিতিতে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট
ইয়াসির আরাফাত জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে  বলেন, র্দীঘদিন ধরেই প্রভাবশালী একটি মহল নলজুর নদীর
পাড়স্থ সরকারি জায়গা দখল করে বেআইনিভাবে স্থাপনা নির্মাণ করে। সরকারি
ভূমি ছেড়ে দেওয়ার জন্য লিখিতভাবে তাদেরকে জানানোর পরও তাঁরা দখল ছাড়েনি।
তাই আইনানুতভাবে আমরা সরকারি ভূমি থেকে অবৈধ দোদানঘর অপসারণ করেছি।
এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version