Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সরকারি সড়ক দখল করে মাটি ভরাটের অভিযোগ

সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি সড়ক দখল করে মাটি ভরাটের কাজ চলছে বলে
অভিযোগ পাওয়া গেছে।
আজ রোববার  জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের
নিকট এলাকাবসীর পক্ষে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও-দোস্তপুর-শিবগঞ্জ সড়কের দোস্তপুর এলাকায় স্থানীয় বাসিন্দা মতিন
মিয়া গত শনিবার থেকে ওই সড়কের একাংশ দখল করে মাটি ভরাটের কাজ করছেন।
সড়কটি দখল হয়ে গেলে যাতাযাতের চরম দুর্ভোগে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ
সড়ক দিয়ে প্রতিনিয়ত দোস্তপুর, গাজিরকুল ও বুধরহানপুর গ্রামের জনসাধারণ
জগন্নাথপুর-শিবগঞ্জ সড়ক হয়ে উপজেলা সদরের সঙ্গে যাতায়াত করে আসছেন। গত শনিবার থেকে এলাকাবাসির বাঁধা উপেক্ষা করে সড়কের একাংশে মাটি ভরাট করা হচ্ছে।

এ বিষয়ে জানতে মতিন মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মৌখিকভাবে খবর পেয়েছি।
আমরা ব্যবস্থা নেবো। তিনি জানান, ১৯৮০ সালের দিকে গ্রামবাসির যাতায়াত
সুবিদার জন্য এলজিইডির অর্থায়নে দুই কিলোমিটার লম্বা মাটির সড়ক নির্মাণ
করা হয়েছে। সড়কটি পাকাকরণের জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ
পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক পদক্ষেপ নেওয়া হবে।

Exit mobile version