Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সরকারী চাল না পেয়ে ইউএনও’র কার্যালয়ের সামনে নারী পুরুষের অবস্থান

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে সরকারী চাল না পেয়ে রোববার ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নেন বঞ্চিত নারী পুরুষ।
জানা যায়, উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রামের প্রায় শতাধিক নারী পুরুষ ইউএনও’র কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় জড়ো হওয়া দুস্থ লোকজন স্থানীয় আশারকান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার গোলাম মোস্তফার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ করেন। ঐয়ারকোনা গ্রামের আসাদ উদ্দিন বলেন, আমরা নির্বাচনের সময় ভোট না দেওয়ায় আমাদের ঐয়ারকোনা গ্রামের গরীব লোকদের সরকারি বরাদ্দকৃত চাল না দিয়ে মেম্বার তার ঘনিষ্ঠ আত্মীয় মিঠাভরাং এর ধনী ব্যক্তি গোলাব খাঁ কে সরকারি সাহায্য ৩০ কেজি চাল দিয়েছেন। এই গোলাব খা’র ২ ছেলে লন্ডন রয়েছে। প্রকৃত গরীব, দুস্থ লোকরা সরকারি সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে।
একই গ্রামের বিধবা মনরা বিবি (৬৫) দুঃখ করে বলেন, আমার আয়-রোজগারের কোন লোক নাই, অথচ আমাকে কোন চাল দেওয়া হচ্ছে না। ৭৫ বছরের বৃদ্ধা মিছকন্দর উল্লা আক্ষেপ করে বলেন, এবারের বন্যায় ফসল তলিয়ে যাওয়াতে খুব কষ্টের মাঝে আছি। তাই ২০ মাইল দুর থেকে আইছি ইউএনও স্যারের নিকট চালের জন্য। চেয়ারম্যান, মেম্বাররা আমাদেরকে চাল দেয় না।
অন্য দিকে উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের ইয়ান উদ্দিন বলেন, ফসল হারিয়ে খুব খাদ্য সংকটে পড়েছি। আমাদেরকে কোন সাহায্য দেওয়া হচ্ছে না।
প্রায় প্রতিদিনই এ রকম অভিযোগ এনে উপজেলার বিভিন্ন গ্রামের অভাবী লোকজন উপজেলা সদরে এসে ইউএনও’র নিকট অভিযোগ দিচ্ছেন।
এ ব্যাপারে জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান,প্রকৃত ক্ষতিগ্রস্ত লোকজন যাহাতে সরকারী সহায়তা পান আমরা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করব।

Exit mobile version