Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে আলোচনাসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার::; সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনসাধারণকে অবহিত এবং উন্নয়ন কার্যক্রম সম্পৃক্তকরনের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বৃহস্পতিবার এক আলোচনাসভা উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের অপারেটার মোঃ শরিফ হোসেন এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা তথ্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্ধয়কারী মোঃ সেলিম আহমেদ,শিক্ষক ফুলু বালা দেবী,শিক্ষক নজরুল ইসলাম ও শিক্ষক শরিফুল মাহমুদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জনগনের ভোটে নির্বাচিত সরকার জনগনের উন্নয়নে কাজ করছে। সেইসব উন্নয়ন বিষয়ে জনগনকে অবহিত করতে তথ্য অফিসের উদ্যোগে প্রশংসনীয়। বক্তারা সরকার মানুষের অর্থনৈতিক সচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য শিক্ষা, স্যানিটেশন, পরিবার পরিকল্পনা, নারী ও শিশু উন্নয়ন নারীর ক্ষমতায়ন,যৌতুক বাল্য বিবাহ প্রতিরোধ, জঙ্গিবাদ প্রতিরোধ স্বাস্থ্য সেবার উন্নয়ন মাদক সেবনে প্রতিরোধ ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র উপজেলা ই সেবা ব্যবস্থা বিদ্যুৎ উৎপাদন,সমুদ্র বিজয়,যুদ্ধা অপরাধিদের বিচার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কৃষি উন্নয়ণ স্বল্প খরচে কৃষকদের ঋণ বিতরণ পর্যাপ্ত সারের ব্যবস্থা এবং সাধারন মানুষের আত্মকর্মসংস্থানে প্রভূত সাফল্য অর্জন করেছে উল্লেখ করে বলেন, সরকারের এসব সফলতা অব্যাহত রাখতে সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখাতে হবে। সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণসহ বিভিন্ন অগ্রগতির প্রশংসা করা হয়। সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

Exit mobile version