Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সর্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরের সর্বজনীন শারদীয় দুর্গা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠনকল্পে এক সভা সোমবার বিকেলে জগন্নাথ জিউর কেন্দ্রীয় শ্রী মন্দিরে সর্বজনীন শারদীয় দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ সূত্রধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিন্টু রঞ্জন ধরের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র কুমার দে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্চু, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শংকর লাল রায়, ধনঞ্জয় বণিক, হীরা মোহন দেব, প্রশান্ত চক্রবর্তী, বিজন কুমার দেব, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, বিভাস দে, অমিত দেব, কাজল বণিক, মিনাজ কুমার বণিক মান্না, সুজিত কুমার দে, কল্যাণ কান্তি রায় সানী প্রমুখ। সভায় সর্বসন্মতিক্রমে ১৪২২ বাংলা সনের সর্বজনীন শারদীয় দূগা পূজা উদযাপন কমিটিতে সর্বসন্মতিক্রমে প্রদীপ সূত্রধর কে সভাপতি ও মিন্টু রঞ্জন ধরকে পুনরায় সাধারণ সম্পাদক করে ৭৩ সদস্য বিশিষ্ট উপজেলা সর্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যনারা হলেন সহ-সভাপতি হীরা মোহান দেব, প্রশান্ত চক্রবর্তী, প্রজেশ গোপ, বিজন কুমার দেব, সুজিত কুমার রায়, নিশি কান্ত দাস, দিপক কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বিভাস দে, প্রদীপ দে, দেবাশীষ তালুকদার, কোষাধ্যক্ষ কাজল বণিক, সহ কোষাধ্যক্ষ মান্না বণিক, সাংগঠনিক সম্পাদক সুজিত কুমার দে, বিরাজ দাস, কল্যাণ কান্তি রায় সানী, মহিলা সম্পাদিকা হিসেবে রয়েছেন রুবী রানী রায় ও আরতি বণিক।

Exit mobile version