Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সাচায়ানী নন্দীরগাঁও ব্রিটিশ বাংলা এসোসিয়েশন উদ্যোগে অসহায়দের মধ্যে ঈদসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার::
এসো শিকড়ের টানে ঐক্য হই, এসো জন কল্যাণে এগিয়ে যাই’এই শ্লোগানকে রেখে সামাজিক সংগঠন সুনামগঞ্জের জগন্নাথপুরের সাচায়ানী নন্দীরগাঁও ব্রিটিশ বাংলা এসোসিয়েশন এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিরত উপলক্ষে করোনাদুর্গত মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় সাচায়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে করোনাভাইরাস সংক্রমণ এড়াতে ঘরবন্দি, কর্মহীন খেটে খাওয়া অসহায় ও দরিদ্র দুইশতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
প্রতি পরিবারকে দুই লিটার তেল, দুই কেজি পেঁয়াজ, দুই কেজি আলো, এক কেজি ময়দা, এক কেজি চিনি ও এক কেজি করে ডাল দেয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হক চৌধুরী। এসময় তিনি বলেন, করোনার কঠিন পরিস্থিতিতে আমাদের প্রবাসীরা অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়ে তাঁদেরকে সাধ্যমতো সহায়তা প্রদান করে যাচ্ছেন।এজেন্য আমরা কৃতজ্ঞা। করোনাদুর্গতের মানুষের পাশে প্রবাসী ও সমাজের বিত্তমানদের এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান।
বিতরণকালে জগন্নাথপুর থানার এসআই আতিকুর রহমান, এলাকার প্রবীন মুরব্বী হাজী আব্দুল জব্বার, আব্দুল গফুর, সমাজকর্মী দুলাল মিয়া, রাসল আহমদ ও আজাদ আলীসহ স্থানীয় এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Exit mobile version