Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সাত ইউনিয়নের মেম্বারদের শপথ গ্রহণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়নের নব নির্বাচিত ৬৩ জন ইউপি সদস্যর শপথ গ্রহণ শেষ হয়েছে। এখন শুরু হবে মহিলা সদস্যদের শপথ গ্রহণ। উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে সাড়ে ১১টায় শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহকারী কমিশনার ভূমি কাজী আরিফুর রহমান,আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আবু ঈমানী,ইউপি সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের মেম্বার জিয়াউল হক দুদু।
IMG_9037---------
পরে উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। শপথ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, তৃণমুলের জনপ্রতিনিধিরাই হচ্ছে প্রকৃত জনপ্রতিনিধি। তারা জনগনের সাথে সরাসরি সম্পৃক্ত।তাই নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। সেগুলো সঠিকভাবে পালনের মাধ্যমে প্রকৃত জনসেবক হয়ে উঠতে হবে। তিনি বলেন,সকল জনপ্রতিনিধিদেরকে তাদের শপথবাক্য অনুসরন করে চলতে হবে।

Exit mobile version