Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সাত কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমএ মান্নান

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নে ৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্ধোধন ও ভিত্তিপ্রস্তর স্হাপন করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। বৃহস্পতিবার দিনব্যাপী
স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭৪ লাখ টাকা ব্যায়ে কেশবপুর- এরালিয়াবাজার সড়ক,৪৬ লাখ টাকা ব্যায়ে বনগাঁও – রসুলগঞ্জ সড়ক,সাতহাল- কুরিয়াল সড়ক, ভোকা নদীর ওপর ২ কোটি ৪৬ লাখ টাকা ব্যায়ে সেতুর নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্হাপন ও ৩ কোটি টাকা ব্যায়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বনগাঁও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্হাপন করেন। প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৭ লাখ টাকা ব্যায়ে বিদ্যালয়ের সংস্কার কাজের উদ্ধোধন করেন।
এছাড়াও ইউনিয়ন পরিষদের অর্থায়নে ৫০ লাখ টাকা ব্যায়ে ইউনিয়ন পরিষদ মার্কেট ও ১২ লাখ টাকা ব্যায়ে রসুলগঞ্জ বাজার সড়ক ও সবজিশেট উদ্ধোধন করেন। এসময় জগন্নাথপুরের ইউএনও মাহ্ফুজুল আলম মাসুম,স্হানীয় সরকার সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিরাজুল হক,ওসি হারুন রশিদ চৌধুরী,উপজেলা প্রকৌশলী এলজিইডি গোলাম সারোয়ার প্রমুখ
পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক বলেন, পাটলী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি যার ধারাবাহিকতায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্ঠায় ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে।

Exit mobile version