Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সাদিক ও শুভ’র জিপিএ-৫ অর্জন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ১৪ নং মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় গেল বছরের মতো এবারও শতভাগ পাশের রেকর্ড অর্জন করেছে।

এই বিদ্যালয় থেকে এবার ৩০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলো। এর মধ্যে দুজন জিপিএ-৫ পয়েছে।

জিপিএ-৫ অর্জনকারীরা একজন সুবহে সাদিক। সে মজিদপুর গ্রামের বাসিন্দা ও জগন্নাথপুর বাজারে ব্যাবসায়ী আশরাফ আলীর ছেলে। এব্যাপারে আশরাফ আলী বলেন, ‘আমার ছেলে এবার পিইসি পরীক্ষায় এ-প্লাস পেয়েছে। আমি আজ সত্যিই খুশি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।’

অপরদিকে জিপিএ-৫ অর্জনকারী জুনাইদ হাসান শুভ। সে একই গ্রামের বশির আহমেদ এর ছেলে। বশির আহমদ কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও জগন্নাথপুর দলিল লেখক সমিতির সভাপতি। তিনি বলেন, ‘আমার ছেলে শুভ জিপিএ-৫ পেয়েছে। তাই আমি আনন্দিত। আমার ছেলের এই সফলতার পেছলে বিদ্যালয়ের শিক্ষকদের অনেক অবধান রয়েছে তাই আমি তাদের ধন্যবাদ জানাই।’

সাদিক ও শুভ উভয়ই এ সাফল্য অর্জনে মা-বাবা এবং শিক্ষকদের মাধ্যমে অনুপ্রাণিত হয়েছে বলে জানায়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলকিছ বেগম বলেন, ‘আমাদের বিদ্যালয়ে এবার প্রথম শতভাগ পাশের হার নয় গতবছরও পাশের হার শতভাগ ছিল। এবার যে দুজন জিপিএ-৫ পেয়েছে তারা খুবই মেধাবী ছাত্র ছিল।’

Exit mobile version