Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সাধক কবি কাশিনাথ তালুকদারের ১০৭তম জন্মবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামে জন্মগ্রহনকারী প্রয়াত সাধক কবি কাশিনাথ তালুকদারের ১০৭ তম জন্মবার্ষিকী আজ।
১৯১১ সালের এইদিনে সাধক কবি কাশিনাথ তালুকদার জন্ম গ্রহন করেন। তিনি সনাতন ধর্মালম্বীদের ধর্মগ্রন্ত শ্রীমদ্ভাগবত বাংলা পদ্যে অনুবাদন করে খ্যাতি লাভ করেন। এছাড়াও তিনি কৃষ্ণলীলা কীর্তন,রাধাকৃষ্ণের লীলা সঙ্গীত ও সূর্য ব্রতের পাঁচালী সহ অসংখ্য ধামাইল গান রচনা করে সাধক কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অন্তরে অমলিন হয়ে আছেন।
প্রয়াত সাধক কবি কাশিনাথ তালুকদারের ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক প্রমোথেশ তালুকদার জানান,প্রতি বছর কাশিনাথ স্মৃতি সংসদের পক্ষ থেকে তাঁর আর্বিভাব ও তিরোধান দিবস পালন করা হয়ে থাকে।এবারো স্মৃতি সংসদ ও পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন,স্মরনসভা,ধর্মীয় উৎসবাদী পালন করা হবে।
প্রসঙ্গত সাধক কবি কাশিনাথ তালুকদারের কর্মময় জীবন ও রেখে যাওয়া অমূল্য সম্পদ নিয়ে ইতিমধ্যে অনেক গুনী লেখক তাদের অভিমত তুলে ধরেছেন।

Exit mobile version