Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সামাজিক সংগঠনের পক্ষে আরো ২০ পরিবার পেল খাদ্য সামগ্রী

স্টাফ রিপোর্টার::
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে ঘরবন্দি অসচ্ছ্বল ও খেটে খাওয়া নিম্ন আয়ের আরো ২০টি পরিবারকে ১৫ দিনের খাদ্য সহায়তা দিয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের সামাজিক সংগঠন আটঘর ক্রীড়া ও উন্নয়ন সংস্থা। এরআগে সংগঠনের পক্ষ থেকে ৪০টি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছিল।

গতকাল সোমবার বিকেলে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে আটঘর গ্রামের গৃহবন্দি হতদরিদ্র আরো ২০টি পরিবারের মধ্যে প্রত্যেকে ৪ কেজি চাল, ২ লিটার তেল, ৩ কেজি পেঁয়াজ, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ২০০ গ্রাম গুড়া মরিচ, ১০০ গ্রাম হলুদ ও ১০০ গ্রাম ধনিয়া বিতরণ করা হয়।

এসব বিতরণকালে ত্রাণগ্রহণকারীদের কোনো ছবি তোলা হয়নি। সংগঠনের এমন আয়োজন এলাকায় প্রশংসিত হয়েছে।
বিতরণ কালে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি লিতু খান,সাধারণ সম্পাদক সুলতান মিয়া,যুগ্ন সাধারণ সম্পাদক রোকন খান (শিশু),সহ-সাংগঠনিক সম্পাদক লুকু খান, আকমল খান,কোষাধ্যক্ষ হাসানুর রহমান খান, সহ-কোষাধ্যক্ষ রোমান খান, সমাজসেবা সম্পাদক রফি খান,সহ প্রচার সম্পাদক মুমাদ খান,সিনিয়র সদস্য সাহেল খান ও সফি খান।

Exit mobile version