Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সিদ্দিক আহমদের নেতৃত্বে আ,লীগ নেতৃবৃন্দের পূজামন্ডপ পরিদর্শন

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ বলেছেন, শারদীয় উৎসব এখন বাংলার উৎসব হয়ে উঠেছে। অসাম্প্রদায়িক চেতনায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এধরনের উৎসবগুলোকে সবাই মিলে অব্যাহত রাখতে হবে। তিনি শুক্রবার সন্ধ্যায় জগন্নাথপুর পৌরশহরের কেন্দ্রীয় পুজা মন্ডপ শ্রী শ্রী জগন্নাথ জিউড় আখড়া পরিদর্শন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
পূজা উদযাপন কমিটির সভাপতি হীরা মোহন দেবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুজিত কুমার রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য মাহতাবুল হাসান সমুজ, উপজেলা আওয়ামীলীগ নেতা মাসুম আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক রোমেন আহমদসহ দলীয় নেতৃবৃন্দর পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। পরে সিদ্দিক আহমদের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে নিয়ে কেন্দ্রীয় সর্বজনীন পূজা মন্ডপের যুগ্ম সম্পাদক অমিত দেব ও প্রকাশনা সম্পাদক অরূপ সরকার, বিভাস দেব, ও শশী কান্ত গোপ সহ অন্যান্য নেতৃবৃন্দদের নিয়ে বাসুদেব বাড়ী আনন্দময়ী পূর্জা মন্ডপ পরিদর্শন করেন। এসময় অতিথিদের কে আনন্দময়ী পূজা উদযাপন কমিটির সভাপতি মিন্টু রঞ্জন ধর ও সাধারণ সম্পাদক কাজল বনিক শুভেচ্ছা জানান। এর পর দাস সম্প্রদায়ের পূজা মন্ডপ পরিদর্শন গেলে অতিথিদেরকে শুভেচ্ছা জানান পুজা মন্ডপের সভাপতি নিপেন্দ্র দাস, সাধারন সম্পাদক ক্ষিতিশ দাস, সুরাই দাস, বাবুল দাস প্রমুখ।

Exit mobile version