Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সুদমুক্ত ক্ষুদ্র ঋন কার্যক্রম জোরদারকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মসুচীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পর্যায়ে সুদমুক্ত ক্ষুদ্র ঋন কার্যক্রম জোরদারকরণে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসুচী উদ্বোধন হয়েছে।
রোববার সকাল ১১টায় কর্মসুচী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সমাজসেবা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক সৈয়দা ফেরদাউস আক্তার। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোঃ শফিউর রহমানের সভাপতিত্বে ও সকারী কর্মকর্তা সুব্রত তালুকদারের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক সৈয়দা ফেরদাউস আক্তার সহকারী পরিচালক মোঃ এরমান খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমিরুল বারী, বাহার উদ্দিন আহমদ, আনোয়ার হোসেন প্রমুখ।

Exit mobile version