Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘সৃজনে উন্নয়নে
বাংলাদেশ শীর্ষক সাংস্কৃতিক  অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিময়াম প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে উপজেলা নির্বাহী
কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন
কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামছু উদ্দিন, কৃষি কর্মকর্তা শওকত হোসেন ওসমান মজুমদার, ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিসসহ
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও শিক্ষক অনন্ত পালের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ- সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, ইউপি
চেয়ারম্যান আরশ মিয়া, প্যানেল মেয়র শফিকুল হক, উপজেলা যুবলীগ সভাপতি
কামাল উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন প্রমুখ।

এছাড়া আব্দুস সামাদ আজাদ অডিটরিয়াম প্রাঙ্গনে সরকারের বিভিন্ন উন্নয়ন
কর্মকান্ড চিত্র তুলে ধরে মেলার আয়োজন করা হয়। এতে ৬টি স্টুল বসেছে।

দুপুরে সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে মাল্টিমিডিয়ার মাধ্যমে
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড প্রদর্শনী করা হয়। পরে উপজেলা পর্যায়ে
স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Exit mobile version