Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সেটেলমেন্ট অফিসের দুই কর্মকর্তার বিরুদ্ধে ভূমি মালিকদের অভিযোগ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার ভূমি মালিকগনের পক্ষে ৬৭ জন ভূমি মালিক জগন্নাথপুর সেটেলমেন্ট অফিসের ভারপ্রাপ্ত পেশকার ও প্রসেস সার্ভেয়ারের বিরুদ্ধে জোনাল সেটেলমেন্ট অফিসার সিলেট জোনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বিভিন্ন মৌজার ছাপা পরচা ও ম্যাপ আনতে সেটেলমেন্ট অফিসে গেলে ভারপ্রাপ্ত পেশকার মৃনাল সরকার ও প্রসেস সার্ভেয়ার আব্দুল কাদির খতিয়ান প্রতি ৫শত থেকে এক হাজার টাকা এবং প্রতি ম্যাপ ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত পরিশোধ করতে হয়। এছাড়াও উর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলে উৎকোচ আদায় করেন।এছাড়াও ওই দুই কর্মকর্তা ৫০ হাজার টাকার বিনিময়ে বির্তকিত শংকর দাস নামের এক ব্যক্তিকে নৈশ প্রহরী হিসেবে নিয়োগ দিয়েছেন। তাদের কর্মকান্ডে ভূমি মালিকগন অতীষ্ঠ হয়ে স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর সুপারিশ সংবলিত অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগের কপি সেটেলমেন্ট অফিসের উর্দ্বতন কর্মকর্তাদের নিকট অনুলিপি হিসেবে প্রদান করা হয়েছে। অভিযোগ প্রসঙ্গে ভারপ্রাপ্ত পেশকার মৃনাল সরকার ও প্রসেস সার্ভেয়ার আব্দুল কাদির বলেন, আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়।

Exit mobile version