Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ‘সে ফাউন্ডেশন’র শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃশিক্ষা, উন্নয়ন ও মানব কল্যাণমূলক সামাজিক সংগঠন ‘সে ফাউন্ডেশন’ এর তত্ত্বাবধানে ৯ম শাহ আশরাফুন্নেছা কামালি স্মৃতি প্রাইমারী শিক্ষা বৃত্তি বিতরণ উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বুধবার সকাল সাড়ে ১০টায় জগন্নাথপুর উপজেলার শাহারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশন’ এর নির্বাহী পরিচালক কবি ও লেখক, সাবেক অধ্যক্ষ শাহেদ রাহমানের সভাপতিত্বে ও কবি মামুন সুলতানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান কামালী, আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ূব খান ও সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এডভোকেট আব্দুর রহমান। বক্তব্য রাখেন রাজনীতিবিদ আবুল হোসেন লালন, ফাউন্ডেশনের পরিচালক (শিক্ষা ও উন্নয়ন) জুনায়েদ রাহমান, জগন্নাথপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিনয় কুমার সরকার, রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশিকান্ত রায়, হাছন ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানব জাতির কল্যাণে শিক্ষিত সমাজ গঠন অপরিহার্য। শিক্ষা বৃত্তি চালু করে ‘সে ফাউন্ডেশন’ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে যুগান্তকারী ভূমিকা পালন করবে।শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাহবুবুর রহমান এবং অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম।-

Exit mobile version