Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সৈয়দ তালহা আলমের সমর্থনে তারুণ্যের সমাবেশ ও গণসংযোগ

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ-৩ ( জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলমের পক্ষে জগন্নাথপুরের তরুণ সমাজের আয়োজনে তারুণ্যের সমাবেশ, গণ সংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ১৮ মে) বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম। সভা শেষে গুরুত্বপূর্ণ সড়কে লিফলেট বিতরণ করে গণসংযোগ করা হয়।

জগন্নাথপুর উপজেলা জমিয়তের সদস্য সচিব মাওলানা এরশাদ খান এর সভাপতিত্বে তারুণ্যের সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য দেন,শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আল হাবিব,জগন্নাথপুর বাজার তদারক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মিয়া,তরুণ সমাজকর্মী জাহাঙ্গীর আলম, খুরশেদ মিয়া প্রমুখ

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ তালহা আলম বলেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জের তরুণ প্রজন্ম জেগে ওঠেছে। তরুণদের আহ্বানে সাড়া দিয়ে মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের প্রতিনিধি হিসেবে আমার পাশে রয়েছেন। জগন্নাথপুর ও শান্তিগঞ্জের সর্বস্তরের মানুষের স্বতস্ফুর্ত সাড়ায় আমি অভিভূত। তিনি বলেন, বিগত দিনে জনতার চেয়ারম্যান হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেও ফ্যসিস সরকারের রোষানলে পড়ে আমাকে পরাজিত করে জনরায়কে বঞ্চিত করা হয়েছিল। আগামীতে এ নির্বাচনী এলাকার জনগন ভোট বিপ্লবের মাধ্যমে এর জবাব দিতে প্রস্তুত রয়েছেন। তিনি বলেন, ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি মাঠে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে এ আসনে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

Exit mobile version