Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ লন্ডন’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ লন্ডন’র উদ্যোগে এলাকার দরিদ্র শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে এ উপলক্ষে সৈয়দপুরের সৈয়দীয়া সামছিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে যুবকল্যাণ পরিষদের সভাপতি মোস্তাফিজুর জামান রোকনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ শেখ রেজুওয়ান আহমদ এবং লাইসিয়াম কিন্ডারগার্ডেনের শিক্ষক মাজহারুল ইসলামের যৌথ পরিচালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি জগন্নাথপুর ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ শায়েক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন সৈয়দীয়া সামছিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ, বিশিষ্ট লেখক ও কবি সৈয়দ মাসুক ইবনে আনিস,সৈয়দপুর সৈয়দপুর যুবকল্যান পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক জিয়াউল হক, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, সৈয়দ মনোয়ার আলী,যুবকল্যান পরিষদের যুগ্ম সম্পাদক মো কামাল ইসলাম, এড আব্দুর রহমান, মো রয়েছ মিয়া,মনসুর আলম,মো রকিব আহমদ, সৈয়দ হিলাল আহমদ,সৈয়দ মারজান আহৃদ,হাজী মদরিচ আলী, সৈয়দ জুনেদ মিয়া,ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ, সৈয়দ আব্দুর রকিব, সাবেক মেম্বার আব্দুল কাইয়ুম সৈয়দ উসবান নুর,আব্দুল মালেক,আবু হেনা রাজা,সাদিকুল হক ইমরুল,ওবায়দুল হক মসনু,সৈয়দ শফিকুর রহমান, সৈয়দ মৌলা মিয়া,আব্দুর খছরু,কবি আজমল হোসেন, আব্দুর রহমান,মশুদুর রহমান, সাবিকুর ইসলাম, জয়গুন নেছা,রুমেনা আক্তার,প্রমুখ।
পরে এলাকার ২৫০জন শিক্ষার্থীদের মধ্যে কলম, খাতা, ডায়েরী, জ্যামিতি বক্সসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Exit mobile version