Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে স্কুলে স্কুলে বই উৎসব আনন্দে মাতোয়ারা শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই প্রদান করা হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়েছে। উপজেলা প্রশাসন থেকে জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করা হলেও সারাদিন ব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তারা বিভিন্ন বিদ্যালয়ে বই উৎসব পালন করেন। এছাড়া প্রতিটি বিদ্যালয়ে বিদ্যালয় পরিচালনা কমিটিকে নিয়ে বই উৎসব পালন করা হয়।
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, উপজেলার ১৭৩টি বিদ্যালয়ে প্রায় ৫০ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বছরের প্রথম দিন বই প্রদান করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায় ৩১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ ৩লাখ ৮৫হাজার বই বিদ্যালয় গুলোতে পৌঁছানো হয়েছে। গতকাল বই উৎসবের দিনে প্রতিটি বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বই উৎসবের উদ্বোধন করেন। বিদ্যলয় পরিচালনা কমিটির সভাপতি সুধাংশু শেখর রায় বাচ্ছুর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আব্দুল খালেক এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, ইউএনও মাসুম বিল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন,এটিও মাসুম বিল্লাহ,কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না,আওয়ামীলীগ নেতা নুরুল হক পিযুষ রায় কালা প্রমুখ
উপজেলার মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির উদ্যোগে বই উৎসব পালিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অমল কান্তি দেব বিপুল এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ লিনা খানম এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন,কমিটির সহ-সভাপতি সিরাজ মিয়া, শিক্ষক রুহেনা বেগম,প্রিয়াংকা রানী দে,সাদিকা বেগম প্রমুখ অপরদিকে ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ,প্রধান শিক্ষক রূপক কান্তি দে,উপজেলা রিসোর্স সেন্টারের ইনষ্ট্রাক্টর হারুণ রশীদ সহ বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাজী আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফুর রহমান, প্রধান শিক্ষক প্রনব দাস,কমিটির সদস্য বকুল গোপ,রগত গোপসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ইকবাল হোসেন ভূঁইয়া, প্রধান শিক্ষক জালাল উদ্দিন,পার্থ গোপ,নাসিমা খানম, রুমা দেব,সমাজসেবী আব্দুল হাশিম প্রমুখ জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন জানান,জগন্নাথপুর উপজেলায় প্রায় ৫০ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে আমরা বিদ্যালয়গুলোতে আগেই বই পৌঁছানোর ব্যবস্থা করে ছিলাম। তাই বছরের প্রথম দিন প্রতিটি প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মখলিছুর রহমান জানান, উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় আমরা বই পৌঁছে দিয়ে বই উৎসব পালন করেছি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, জগন্নাথপুরের মানুষ উৎসবমূখর পরিবেশে বই উৎসবকে গ্রহণ করেছে। শিক্ষার্থী, শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতি আমাদেরকে আশাবাদী করেছে। উপজেলার প্রায় সকল প্রতিষ্ঠানে উৎসাহ উদ্দীপনায় বই উৎসব পালিত হয়েছে। এছাড়াও বই উৎসবগুলো সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতি সিদ্দিক আহমদ,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনসহ বিদ্যালয় পরিচালনা কমিটির নেতা শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version