Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রির্পোটার ::
জগন্নাথপুর উপজেলা আশারকান্দি ইউনিয়নের শুক্লাম্ভরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের অর্থায়নে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ ও উপস্থিতি নিশ্চিত করতে স্কুল ফিডিং কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে এ উপজেলা পরিষদের উদ্যোগে এউপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশাফ হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা সেলিম খান, আমিনুল ইসলাম, ইউপি সদস্য বকুল চন্দ্র দাশ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহাজাহান খান প্রমুখ। উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের অর্থায়নে তিন মাস ব্যাপী বিদ্যালয়ের শিক্ষার্থীদে মধ্যে দুপুরের খাবার হিসেবে স্কুল ফিডিং কার্যক্রম চালু থাকবে। উলেস্নখ্য উপজেলা পরিষদেও উদ্যোগে উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের অর্থায়নে বিগত অর্থ বছওে উপজেলার নয়াচিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলক কার্যক্রম চালু করা হয়। চলতি অর্থ বছরে শুক্লাম্ভরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম বাসত্মবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে দুপুরের খাবার তুলে দেন।

 

Exit mobile version