Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে স্কুল শিক্ষক দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় ঘটনায় কার চালককে গ্রেফতারের দাবি

সিলেট প্রতিনিধি:: জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর আবাসিক এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক দম্পতি সিলেট নগরীর টিলাগড় এলাকায় সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহতের ঘটনায় দায়ী প্রাইভেটকারের মালিক মোহাম্মদ মিনুকে গ্রেপ্তার করতে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছেন সিলেটের সচেতন নাগরিকবৃন্দ। দুর্ঘটনার সময় মিনু নিজেই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন বলে অভিযোগ করেন বক্তারা।

রোববার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘সিলেটের সচেতন নাগরিকবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচীর পালন হয়। প্রায় তিন শতাধীক মানুষ সড়ক দুর্ঘটনার নামে এমন নির্মম ঘটনার প্রতিবাদ করতে জড়ো হন।

মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, “দুর্ঘটনা বলা হলেও চালকের বেপরোয়া চালনের কারণেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় দায়ী প্রাইভেটকারের মালিক প্রবাসী মোহাম্মদ মিনু নিজেই। শাহপরান থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে এজহার দেয়া হলেও পুলিশ তার বিরুদ্ধে এজহার গ্রহণ করছে না” । এই ধরনের ঘটনার বিচার না হলে বেপরোয়া গাড়ি চালানোকে উৎসাহিত করা হবে বলেও মন্তব্য করেন তারা।

তারা আল্টিমেটাম দিয়ে বলন, “এজহার গ্রহণ করে আগামী এক সপ্তাহের মধ্যে গাড়ির মালিক মিনুকে গ্রেপ্তার করতে হবে অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে।”

নিহত সুনিতা দাসের ভাই ধ্রুব গৌতম বলেন, “চালকের আসনে থাকা প্রাইভেটকারের মালিক মিনুর বিলাসিতার কারণে আমার ভাগ্নি আজ বামা-মা হারাল। আমি এর বিচার চাই।”

এডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও সঞ্জয় নাথ সঞ্জুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যরিস্টার আরশ আলী, মুক্তিযোদ্ধা কামান্ডার ভবতোষ রায় বর্মণ, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, ওয়াকার্স পার্টির নেতা সিকন্দর আলী, উদীচী সিলেটের সভাপতি কবি একে শেরাম, ডা. মৃগেন কুমার দাস, খেলাঘর সিলেটের সংগঠক তাজুল ইসলাম, মহানগর আওয়ামীলীগ নেতা তপন মিত্র, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবুজ্জামান, সাংবাদিক চয়ন চৌধুরী, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আবুল হোসেন, শিক্ষিকা আনারকলি চৌধুরী, সংস্কৃতিকর্মী ধ্রুব গৌতম, রাজকুমার দাস, চায়না চৌধুরী, ভানু লাল দাস প্রমুখ।

গত মঙ্গলবার (৭ জুন) সকালে টিলাগড়ের মাদানীবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় সিলেটের স্কলার্স হোম (শাহী ঈদগাহ) এর প্রশাসনিক কর্মকর্তা অরজিৎ রায় (৫০) ও তাঁর স্ত্রী সিলেটের দক্ষিন সুরমাস্থ মহালক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমিতা দাস (৪৫) নিহত হন। এতে আহত হয় তাদের স্কুল পড়ুয়া মেয়ঢে অরুণিমা রায় স্নেহা (১২)। প্রাইভেটকার ও অটোরিকশার সংর্ঘষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।

Exit mobile version