Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :: স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর জন্মস্থান সুনামগঞ্জের জগন্নাথপুরে পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সংগঠন সমূহের উদ্যোগে আজ শুক্রবার বেলা তিনটায় দলীয় কার্যালয়ে স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশিদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকমল খান, আব্দুল মালিক, আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বিজন কুমার দেব, শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা জগন্নাথপুর পৌর আওয়ামী লীগ সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি নুরুল হক, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী সুন্দর আলী,সাধারন সম্পাদক ছদরুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদ কাবেরী, সাধারন সম্পাদক আবু ইসরাইল, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, পৌর আওয়ামী লীগ নেতা মম্বশির আলী, আব্দুর রাজ্জাক, শশি কান্ত গোপ, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মধু মিয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম, ফজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকুল গোপ, হুমায়ুন তালুকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী, সায়মন হোসেন রুমেন, সুফি মিয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহ রুহেল, প্রচার সম্পাদক সুজিব রায় দুূর্জয়, জগন্নাথপুর পৌর ছাত্রলীগ সভাপতি সায়েক আহমদ, জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি রোহেল আহমদ, সহ-সভাপতি জুনেদ আহমদ প্রমুখ।
এর পূর্বে উপজেলা পরিষদ জামে মসজিদে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া মরহুমের জন্মভিটা উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভুরাখালী গ্রামে স্বজনদের উদ্যোগে শিরনী বিতরণ ও স্থানীয় গ্রামের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Exit mobile version