Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সড়ক থেকে মাইক্রোবাস দোকানে, আহত ৩

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মাইক্রোবাস সড়ক থেকে নিয়ন্ত্রন হারিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ে। এতে তিনজন আহত হয়েছেন। আহতরা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার রাত ৮ টার দিকে পৌরশহরের হাসপাতাল পয়েন্টে অবস্থিত তাসনিম এন্টার প্রাইজ নামে একটি কম্পিউটার ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুর-কেশবপুর-হাসপাতাল সড়কে দিয়ে কেশবপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসটির ( যার নং ঢাকা মেট্রো জিএ ১১০৬৯১) হাসপাতাল পয়েন্টস্থ তাসনিম এন্টার প্রাইজের ঢুকে পড়ে। এতে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ইসমাঈল আলী, ইউনুছ মিয়া ও সিহাব উদ্দিন আহত হন। আহতদের মধ্যে ইসমাইল আলী ও সিহাব উদ্দিনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর আহতকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মাইক্রোবাসটি স্থানীয়রা আটক করেন। খবর পেয়ে পুলিশ গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এসময় গাড়ীর চালক হবিবপুর আশিঘর এলাকার বশির মিয়া ছেলে সালমানকে পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক ইসমাঈল আলীর বাবা দিলু মিয়া অভিযোগ করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, হঠাৎ করে গাড়ীটি কিভাবে সড়ক থেকে দোকানে ঢুকে পড়লো। এটি আমাদের নিকট রহস্য লাগছে। এব্যাপারে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় দোকানের কম্পিউটার, প্রিন্টার, আইপিএসসহ প্রায় দুই লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে।

Exit mobile version