Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা চালকরা আন্তরিক হলে দুর্ঘটনা অনেকটা কমে যাবে- এমরান হোসেন

স্টাফ রিপোর্টার:;
স্থানীয় সরকার সুনামগঞ্জের উপ-পরিচালক এমরান হোসেন বলেছেন, সড়ক নিরাপত্তা আইন সবার মঙ্গলের জন্য করা হচ্ছে। এনিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। তিনি বলেন, দেশে কোন আইন প্রনয়ন করতে হলে মানুষের কল্যাণের কথা চিন্তা করেই করা হয়ে থাকে। বর্তমান সরকার বাস্তবতার আলোকে সময়পযোগী এ আইন প্রনয়ণ করেছেন। তিনি পরিবহন চালকদের উদ্যেশে বলেন, আপনাদের ওপর বিশ^াস করেই মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষনে উপস্থিত হয়ে একস্থান থেকে আরেক স্থানে চলাচল করেন। আপনারা যদি নিজের ওপর অর্পিত দায়িত্ব আন্তরিকতার সহিত পালন করেন তাহলে সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে। তাই সৃষ্টির সেরা জীব হিসেবে একজন মানুষ হয়ে মানুষ হত্যা না করে নিরাপদে যাতায়াত নিশ্চিত করতে আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করতে হবে। তিনি  বুধবার জগন্নাথপুর উপজেলা পরিষদের আয়োজনে সড়ক নিরাপত্তা বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম,জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, জগন্নাথপুর থানা ট্রাফিক ইনচার্জ মোঃ নসু মিয়া, উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের ডেভলাপমেন্ট ফ্যাসিলিটেটর রাজিব কুমার দাশ,জগন্নাথপুর প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব প্রমুখ প্রশিক্ষন কর্মশালায় উপজেলার বিভিন্ন পরিবহনের ৩৫জন চালক অংশ নেন।

Exit mobile version