Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত ৫ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি হত্যা মামলার দÐপ্রাপ্ত পাঁচ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার তাদেরকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের আলমদর আলীর ছেলে মকদ্দুছ আলী, সমুজ আলী, সাদিক আলী, আশিক আলী, বাবুল মিয়া ও একই গ্রামের কলমদর আলীর ছেলে বাবুল মিয়া।

থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের তৈয়ব আলী হত্যা মামলার দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক ৫ আসামিকে লোহারগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, হত্যা মামলার দÐপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, সেটেল্টমেন্ট জরিপ কাজ চলাচালে ১৯৯৫ সালের ২৬ ডিসেম্বর প্রতিপক্ষের হামলায় জগন্নাথপুরের লোহারগাঁও গ্রামের তৈয়ব আলীকে হত্যা করা হয়। এঘটনায় হারিস আলীকে প্রধান আসামি করে ২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ আট বছর বিচার শেষে বিচারক হারিস আলীসহ ৭ আসামিকে ২০০৩ সালের ১৩ জুলাই সুনামগঞ্জ এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে ৭ আসামির ৫ বছরের কারাদÐ দেয়া হয়। সম্প্রতি এই মামলায় সাজা বহাল রেখে হাইকোর্টের বিচারক মো: আবু তারিক ৫ বছরের সাজাকে দেড় বছর সশ্রম কারাদÐ বহাল রেখেছেন।

Exit mobile version