Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে হত্যা মামলার পলাতক আসামীসহ গ্রেফতার-৫

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুরে হত্যা মামলার পলাতক আসামী সহ বিভিন্ন অপরাধজনিত অভিযোগে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে।

থানা পুলিশ সুত্রে যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়য়নের জয়নগর গ্রামের নজরুল ও মিজান হত্যা মামলার পলাতক আসামী ওই গ্রামের মৃত মদরিছ উর্লাহর পুত্র শিপন মিয়া (৩৫)কে জগন্নাথপুর থানার এ,এসআই শাহ জামাল ও এএসআই তপন দেবের নেতৃত্বে একদল পুলিশ সোমবার বেলা দুইটার দিকে গ্রেফতার করেছে।
অভিযানে অংশ নেয়া জগন্নাথপুর থানার এএসআই শাহ জামাল জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ২০১৫ সালে ওই গ্রামে নজরুল ও মিজানকে হত্যাকে হত্যা করা হয়। এ মামলার অন্যতম ৫ নম্বর আসামী শিপন হত্যাকান্ডের পর থেকে্ে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিত্বে তাকে গ্রেফতার করা হয়েছে।
অপর দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাও (নোয়াগাও) গ্রামের মজর উদ্দিনের পুত্র স্কুল ছাত্র শুকুর আলম খুনের মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামী ওই গ্রামের ছাদুল মিয়ার পুত্র শিলু মিয়া (২৩) কে পুলিশ রোববার রাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পুলিশ আক্রান্ত মামলার গ্রেফতারী পরোয়ানাও রয়েছে।
এছাড়া পুলিশ ওই রাতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামী পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের নাছির আলীর পুত্র কাছাব আলী (২৭) কে গ্রেফতার করেছে।
এছাড়াও জগন্নাথপুর বাজার এলাকায় মদ খেয়ে মাতলামী করার অভিযোগে জগন্নাথপুর গ্রামের সুবিমল সেনের পুত্র রতন সেন (২৮) ও বন দেব’র পুত্র শুভ কুমার দেব (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হানুরুর রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version