Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে হাওরের পাকাধান কাটতে হারভেষ্টার মালিকদের নিয়ে সভা

বিশেষ প্রতিনিধি ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওর থেকে দ্রুত পাকা ফসল কাটতে উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় সরকারি ৭০ ভাগ ভূর্তকির মাধ্যমে বরাদ্দকৃত কম্বাইন হারভেষ্টার যন্ত্রের মালিকদের নিয়ে এক মতবিনিময় সভা গতকাল বুধবার উপজেলা প্রশাসনের উদ্যাগে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, কৃষক নিজাম উদ্দিন, আব্দুল হালীম,কাঁচা মিয়া,আব্দুল কাইয়ুম জামাল আহমদ প্রমুখ
সভার উদ্বৃতি দিয়ে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে  জানান, সরকারি ৭০ ভাগ ভূর্তকির মাধ্যমে জগন্নাথপুর উপজেলায়
উপজেলায় ১৯টি কম্বাইন হারভেষ্টার ধান কাটার যন্ত্র রয়েছে। এসব যন্ত্র দিয়ে যাতে হাওরের কৃষকদের পাকাধান কাটতে সহায়তা করা হয় সেজন্য যন্ত্রের মালিকদের নিয়ে মতবিনিময় করে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন,যন্ত্রের মালিকরা নিজেদের ধান কাটার পাশাপাশি কৃষকদের ১৫০০ টাকা কেদারে ধান কেটে দিতে নির্দেশনা দেয়া হয়েছে।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠন জগন্নাথপুর উপজেলা কমিটির আহ্বায়ক সিরাজুল হক বলেন,হাওরে এখন কৃষি শ্রমিক সংকট প্রকট। তাই কম্বাইন হারভেষ্টার যন্ত্র ব্যবহারের মাধ্যমে কৃষকরা শ্রমিক সংকট দুর করতে পারতেন কিন্তু প্রয়োজনের তুলনায় যন্ত্রের সংখ্যা কম থাকায় কৃষকরা এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন,কম্বাইন হারভেষ্টার যন্ত্রের যথাযথ ব্যবহার নিশ্চিত করে কৃষকদের পাকাধান কাটতে সহায়তা করতে আমরা যন্ত্রের মালিকদের নিয়ে বৈঠক করেছি। আশা করছি যন্ত্রের যথাযথ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে কৃষকদের পাকাধান কাটা হবে।

Exit mobile version