Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে হাওরের বাঁধ নির্মাণে জমির মালিক হবেন পিআইসির সভাপতি

স্টাফ রির্পোটার ::
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে হাওরে বেড়িবাঁধ নির্মাণ ও নদী-খাল পূন:খনন সংক্রান্ত এক সভায় সোমবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুরের ইউএনও মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, আরশ মিয়া, মুখলেচ্ছুর রহমান, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, পাউবোর মাঠ পর্যায়ের কর্মকর্তা এসও ফয়েজ উদ্দিন, ইউপি সদস্য আব্দুল হাসিম, আওয়ামীলীগ নেতা আব্দুল গফুর প্রমুখ।

সভায় সিন্ধান্ত হয় জগন্নাথপুরের হাওরগুলোর বেড়িবাধ নির্মাণে জমির মালিকদের পিআইসি সভাপতি নিয়োগ করে ফসলরক্ষায় বাঁধ নির্মাণ করা হবে। এছাড়া যথাসময়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ শেস করার সিন্ধান্ত হয়েছে।
প্রসঙ্গত, এ বছর পানি উন্নয়ন র্বোড কর্তৃক নিন্মমানের বেড়িবাঁধ ভেঙ্গে উপজেলার সর্ববৃহৎ নলুয়া হাওয়সহ ছোট বড় ১৫টি হাওরের আধাঁপাকা ফসল পানিতে তলিয়ে গেছে।

Exit mobile version