Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে হাওরের বেড়িবাঁধের কাজ শুরু

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বোরো ফসল রক্ষা বেড়িবাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন সম্পন্ন না হলেও বেড়িবাঁধের কাজ শুরু হয়েছে।

গতকাল রোববার দুপুরে উপজেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জগন্নাথপুর উপজেলার নলুয়া হাওরের পোল্ডার-২ এর আওতাধীন ৩২ নং প্রকল্পের (পিআইসি) উপজেলার মইয়ার হাওরের পাশে স্থানীয় ষ্টিল ব্রিজের পশ্চিম অংশে কাজ শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম এই বাঁধের কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী হাসান গাজী, প্রকল্পের সভাপতি ইউপি সদস্য আবুল কালাম প্রমুখ।

প্রকল্পের সভাপতি আবুল কালাম জানান, এই প্রকল্পের কাজের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ১২ লাখ টাকা। ১২৯৭ মিটার এলাকা পর্র্যন্ত বেড়িবাঁধের কাজ হবে। আশা করছি, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে পারব।

জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী হাসান গাজী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার জগন্নাথপুরের ৪৫টি প্রকল্পের মাধ্যমে হাওরের বেড়িবাঁধের কাজ হবে। এরমধ্যে আমরা ৩০টি প্রকল্পের কমিটি গণশুনানির মাধ্যমে গঠন করেছি। গতকাল ৫টি প্রকল্পের মধ্যে কাজ শুরু হওয়ার কথা থাকলেও একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে।
তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, যে সব কমিটি গঠন হয়নি অচিরেই সেইসব কমিটি গঠন করে নির্ধারিত সময় অর্থাৎ আগামী ২৮ র্ফেরুয়ারির মধ্যে হাওরের বাঁধের কাজ শেষ করার লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গতকাল থেকে হাওরের বেড়িবাঁধের কাজ শুরু হয়েছে। পর্যাক্রমে পুরো হাওরের বেড়িবাঁধের কাজ শুরু হবে। তিনি বলেন, এবার জগন্নাথপুরে ৪২.৩১০ কিলোমিটার বেড়িবাঁধের কাজের জন্য প্রাথমিকভাবে তিন কোটি টাকা

Exit mobile version