Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে হাওরের সব ক’টি স্লুইস গেট ঝুকিঁপূর্ণ

বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ফসল রক্ষায় নির্মিত হাওরের সব’কটি স্লুইস গেট ঝুঁকিপূন হয়ে পড়েছেন। এর মধ্যে পৌরশহরের ইকড়ছই এলাকার স্লুইস গেটের কাঁেঠর পাটাতন ভেঙে ভেঙে পানির ¯্রােতে ভেসে যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সরজমিনে দেখা যায়, ওই স্লুইস গেটের উপরের অংশের কাঁেঠর পাঠাতন নেই। তবে নিচের অংশ পাটাতন লাগানো রয়েছে। স্লুইস গেটের পাশেই পানিতে একটি কাঠের টুকরো পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয় এক ব্যক্তি নাম

প্রকাশ না করার শর্তে জানান, অবহেলায় অযতেœ পড়ে আছে স্লুইস গেটটি। তিনি জানান, অনেক বছর আগে স্লুইস গেটের পাটাতন চুরি হয়ে যায়। এর পর থেকে বিকল্প হিসেবে কাঁঠ দিয়ে স্লুইস গেটের এক রকম করে চালানো হচ্ছে। কাঠ পুরো হয়ে যাওয়ায় কাঠের বিভিন্ন অংশ পানিতে ভেসে যেতে দেখা গেছে। এ সব দেখার যে কেউ নেই।

জানা যায়, জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়ার হাওরের ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ৪টি স্লুইস গেট নির্মাণ করা হয়েছে। স্লুুইস গেটগুলো হচ্ছে নলুয়ার হাওরের ইকড়ছইম ভুরাখালি হামহামি, নয়া চিলাউড়া মনাইখানি ও গাধিয়ালা স্লইস গেট। এর মধ্যে ২০০২ সালের দিকে পৌরশহরের ইকড়ছই পৌরএলাকায় স্লুইস গেটের ষ্টিলের পাটাতন চুরি হয়ে যাওয়ার পর থেকে বিকল্প হিসেবে কাঁঠ বসিয়ে স্লুইস গেটের কার্যক্রম চলছে। কৃষকরা জানিয়েছে সব ক’টি স্লুইস গেট দিয়ে ছুড়ে ছুড়ে পানি হাওরে প্রবেশ করে। যে কারনে প্রত্যেকটি স্লুইস গেটের সামনে বেড়িবাধ নির্মান করা হয়।

জগন্নাথপুর উপজেলার নলুয়া হাওরপাড়ের বাসিন্দা হাওর বাচাঁও সুনামগঞ্জ বাচাঁও আন্দোলন কমিটির জগন্নাথপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, হাওরের ফসল রক্ষায় জগন্নাথপুরে ৪টি স্লুইস গেট নির্মান করা হয়েছে। এ সব স্লুইস গেট গুলো পূর্নসংস্কার না হওয়ায় ঝূঁকিপূন অবস্থায় রয়েছে। প্রতিটি স্লুইস গেটের নিকটস্থ স্থানে বেড়িবাঁধ দিতে হয়। স্লুইস গেটগুলো দ্রুত সংস্কার করে হাওরের ফসল রক্ষায় দাবি জানিয়েছেন তিনি।

জগন্নাথপুরের হাওরের দায়িত্বরত কর্মকর্তা সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসও ফয়জুল মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, হাওরের প্রতিটি স্লুইস গেট এবার সংস্কার করা হবে।

Exit mobile version