Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে হাওরে পাকা ধান শ্রমিক সংকটে কাটতে পারছেন না কৃষক

আজিজুর রহমান আজিজ:: জগন্নাথপুরের হাওরে পাকা ধান দুলছে তারপরও কাটা যাচ্ছেনা শ্রমিক সংকটের কারণে এবার কৃষকরা সীমাহীন কষ্টে পড়েছেন। বৈরী আবহাওয়া ও বৃষ্টির পানি জমে হাওরে সোনালী ফসল এখন তলিয়ে যায় যায় অবস্থা বিরাজ করলেও কৃষি শ্রমিক সংকটের কারণে কৃষকরা বিপাকে পড়েছেন। কৃষকরা জানান, ১৫ দিন আগে ধান পাকা শুরু হলেও শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক ধান কাটতে পারছে না। ইতিমধ্যে টানা বৃষ্টি ও বড় ডহর বাঁধ ভেঙ্গে হাওরে পানি প্রবেশ করায় পানির মধ্যে কৃষকদেরকে ধান কাটতে হচ্ছে। এমনিতেই এবার শ্রমিক সংকট তারপর পানির মধ্যে ধান কাটতে শ্রমিকদের অনীহার কারণে কৃষকরা বিপাকে পড়েছেন। কৃষকদের সাথে আলাপ করে জানা গেছে, পানিতে ধান কাটাতে শ্রমিক না পাওয়া যাওয়ায় অতিরিক্ত টাকা ব্যায় করে ধান কাটাতে হচ্ছে। কৃষকদের অভিযোগ, প্রতি বছর উত্তরাঞ্চল থেকে প্রচুর ধান কাটার শ্রমিক আসে এবার তুলনামূলক কম শ্রমিক আসায় কৃষকরা বিপাকে পড়েছেন। অকাল বন্যা না হলেও কয়েক দিনের বৃষ্টিতে হাওরে পানি ঢুকে পড়ায় কৃষকরা আরো বিপাকে পড়েছেন। পাকা ধান কাটতে পারছেন না। নলুয়ার হাওরের কৃষক সুজা মিয়া বলেন, শ্রমিক না পেয়ে শিশু পুত্র কে নিয়ে ধান কাটছি। কষ্টের লাগানো ফসল যাতে পানিতে না যায় তাই চেষ্ঠা করে যাচ্ছি।
জগন্নাখপুর উপজেলা হাওর উন্নয়ণ পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বলেন, জেলার অন্যতম হাওর নলুয়ার হাওর সহ উপজেলার সবকটি হাওরে এবার ধান কাটার শ্রমিক সংকটের কারণে কৃষকরা বিপাকে। শ্রমিক থাকলে এতদিনে সব ধান কাটা হয়ে যেত।
জগন্নাথপুর উপজেলার ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির বলেন,ধান পাকার সাথে সাথে কাটার জন্য কৃষকদেরকে বলা হলেও শ্রমিক সংকটের কারণে কৃষকরা ধান কাটতে পারছেন না। হাওরগুলোতে পাকা ধান কাটার অভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

Exit mobile version