Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে হাওরে পুলিশ আতঙ্ক

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশ সঙ্গে দিয়ে হাওরের বাঁধের কাজ পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম।
গতকাল সোমবার বিকেলে তিনি জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়া হাওরের কয়েকটি বোরো ফসলরক্ষা বেড়িঁবাধের কাজ করেন।
এ সময় বাঁধের কাজে অগ্রগতি দেখে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিদের (পিআইসি) সর্তক করে বলেন, আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে মাটির কাটার কাজ শেষ না হলেও আমরা আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবো। এদিকে পুলিশের উপস্থিতি দেখে পিআইসি সদস্যদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম নলুয়া হাওয়ারের দক্ষিনাংশের ভুরাখালি বাজার সংলগ্ন ৬, ৭, ৮, ৯, ১০ ও ১১ নম্বর প্রকল্পের বেড়িবাঁধের কাজ পরির্দশন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম খবরের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নীতিমালা অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারী বাঁধের কাজ সম্পন্ন করার নিদের্শনা থাকলেও ২২ ফেব্রুয়ারির মধ্যে মাটির কাজ শেষ করতে হবে। বাঁধের কাজে কাউকে ছাড় নেয়া হবে না।
এদিকে নলুয়া হাওরের বেড়িবাঁধের কাজ সরেজমিনে পরির্দশন করেছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। জগন্নাথপুর উপজেলা হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান বলেন, হাওরের ফসল রক্ষার বাঁধ নির্মাণ কাজের ধীরগতিতে আমরা চিন্তিত। ঝড়বৃষ্টি বেশী হলে বাঁধের কাজের গতি আরো ব্যাহত হবে।

Exit mobile version