Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে হাওর বাচাঁও সুনামগঞ্জ বাচাঁও আন্দোলনের এক বছরপূর্তি উপলক্ষ্যে আলোচনা

স্টাফ রিপোর্টার:: কৃষকদের নিয়ে কাজ করা সামাজিক সংগঠন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের কমিটির এক বছর পূর্তি উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা শাখা কমিটি উদ্যোগে
বুধবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক অমিত দেবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কমিটির যুগ্ম আহ্বায়ক দিলওয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা নির্মল দাস, সদস্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল হক, সদস্য আব্দুল জব্বার,নুরুল হক,সাংবাদিক আলী আহমদ, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, আমাদের সময় উপজেলা প্রতিনিধি গোবিন্দ দেব প্রমুখ।
সভায় হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ পর্যালোচনায় বক্তারা বলেন, হাওরের ফসল রক্ষায় ঠিকাদারী প্রথার চেয়ে পিআইসি প্রথা ভাল। তবে প্রকল্প কমিটি গঠনের নামে প্রকৃত কৃষকদেরকে সম্পৃক্ত করার বিষয়টি নিশ্চিত করতে হবে। সেই সাথে ফসল উত্তোলনের আগ পর্যন্ত ফসলরক্ষা বাঁধ সুরক্ষার নিশ্চয়তা প্রদানে প্রশাসনকে কার্যক্রর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।

Exit mobile version