Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে হাওয়া দাইর বাঁধ না কাটায় পানি নামছে না নলুয়ার হাওরের

স্টাফ রিপোর্টার
নলুয়ার হাওরের হাওয়া দাইর বাঁধ না কেটে দেওয়ায় পানি নিস্কাশন হচ্ছে না হাওরের একটি অংশের। এ কারণে কয়েক হাজার হেক্টর জমিতে চাষাবাদ না হবার আশংকা দেখা দিয়েছে। দ্রুত হাওয়া দাইর বাঁধ সাড়ে ৩ ফুট থেকে ৪ ফুট গভীর এবং ১৫ ফুট প্রশস্ত করে কেটে দেবার দাবি জানিয়েছেন হাওরপাড়ের কৃষকরা। মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে কৃষকদের পক্ষে লিখিতভাবে এই বাঁধ কাটার আবেদন করেছেন হাওরপাড়ের চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খসরু।
লিখিত আবেদনে রফিকুল ইসলাম খসরু উল্লেখ করেছেন,‘এখনই বাঁধ কাটা না হলে নলুয়ার হাওরের বড় একটি অংশের পানি নামবে না, বিপাকে পড়বেন হাজার হাজার কৃষক।’
চিলাউড়া গ্রামের বয়োজ্যেষ্ঠ রাজনীতিক সুনা মিয়া জানিয়েছেন, এই বাঁধ সাড়ে তিন থেকে ৪ ফুট না কাটলে পানি নামবে না। কৃষকদের চাপাচাপিতে ২ দিন আগে বাঁধ ৬ ইঞ্চি থেকে ১ ফুট গভীর করে কেটে দেওয়া হয়েছে। এই অংশ দিয়ে পানি নামতে এক মাস লাগবে। চাষাবাদের সময় চলে যাবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আরশ আলী বললেন,‘বাঁধ আমরা ৩ দিন ধরে কাটছি, এখনো বাঁধ কাটা শেষ হয়নি। কাজ চলছে। যতটুকু প্রয়োজন কাটা হবে।’

Exit mobile version