Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে হামলার ঘটনায় গ্রেফতার -১

স্টাফ রির্পোটার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ কদরিছ আলী (৪০) নামে একজন কে গ্রেফতার করেছে। পুলিশ সোমবার রাতে ওই গ্রামের অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার বিতরনে জানা যায়, উপজেলার পাইলগাও ইউনিয়নের পাইলগাও গ্রামের গত ১৬ সেপ্টেম্বর পাইলগাও গ্রামের বাসিন্দা আপ্তার আলী কোরবানীর মাংস স্থানীয় মসজিদে না দেয়ার ওই গ্রামের শফিক, মন্নান ও ছমেদ মিয়া তাকে এক ঘর করে রাখতে ঘোষনা করেন । এর প্রতিবাদ করেন একই গ্রামের বাসিন্দা চমক উদ্দিন। এ নিয়ে শফিক মিয়াসহ গংদের সাথে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় মসজিদ কমিটির নেতৃবৃন্দেও হস্তক্ষেপে বিষয়টি নিস্পত্তি হলেও ঘটনার পরের দিন ১৭ সেপ্টেম্বর প্রতিপক্ষের লোকজন চমক উদ্দিনের বাড়িতে সংঘবদ্ধ লোকজন হামলা চালিয়ে তাকে মারধর করে গুরুত্বর আহত করে। এ ঘটনায় চমক উদ্দিনের ভাই মোঃ শামিম মিয়া শফিক মিয়াকে প্রধান আসামী করে ১৮ জনের মামলা দায়ের করেছেন।

জগন্নাথপুর থানার ওসি মোঃ মুরছালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, মামলার পরিপ্রেক্ষিতে একজনকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামীদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Exit mobile version