Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেশন মেশিনসহ স্বাস্থ্য সরঞ্জাম দিলেন প্রবাসী

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে মুমূর্ষু রোগীদের চিকিৎসাসেবায় একটি অক্সিজেন কনসেন্ট্রেশন মেশিন, ৩টি পালস অক্সিমিটার ও একটি ব্লাড প্রেশার মেশিন প্রদান করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জহিরপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল আহাদের ব্যক্তিগত অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সরঞ্জামগুলো প্রদান করা হয়।

এ উপলক্ষে আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধরের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, সাংবাদিক আব্দুল হাই প্রমুখ।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর জানান, মহৎপ্রাণ যুক্তরাজ্য প্রবাসীর উদ্যাগে একটি অক্সিজেন কনসেন্ট্রেশন মেশিন, তিনটি পালস অক্সিমিটার ও একটি ব্লাড প্রেশার মেশিন প্রদান করায় হাসপাতালে আসা মুমূর্ষু রোগীরা উপকৃত হবেন। আমরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।

জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, প্রবাসী আব্দুল আহাদ একজন সমাজকর্মী। তার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, সরকারের পাশাপাশি প্রবাসীর উদ্যোগ স্বাস্থ্যসেবার উন্নয়নে ভূমিকা রাখায় আমরা উদ্যাক্তাকে সাধুবাদ জানাই।

Exit mobile version