Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে হিট স্ট্রোকে প্রবাসীর মৃত্যু

স্টাফ রিপোর্টার:: প্রচণ্ড খরতাপ আর ভ্যাপসা গরমে প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার মানুষের জীবনযাত্রায় বৃহস্পতিবার স্থবিরতা দেখা দেয়। প্রচন্ড গরম ও বিদ্যুতের ভেলকিবাজিতে মানুষের জীবনযাত্রা কষ্টকর হয়ে উঠে। হিটস্টোকে আক্রান্ত হয়ে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামে এক যুক্তরাজ্য প্রবাসীর মৃত্যু হয়েছে। প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়া আব্দুল হান্নান নামের ওই প্রবাসীকে নৌকা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে পথিমধ্যেই তিনি মারা যান। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারী ব্যক্তি চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক মেম্বার সুরাজ মিয়ার ভাই।

চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আরশ মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বৃহস্পতিবার সারাদিন প্রচন্ড গরমে জগন্নাথপুর উপজেলার মানুষ সীমাহীন দুর্ভোগ পোহান। এছাড়াও দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় মানুষের কষ্ট আরো বেড়ে যায়। নাগরিকরা বিদ্যুৎ বিভাগের গাফিলাতিতে ক্ষোভ প্রকাশ করে এ প্রতিবেদকের নিকট ক্ষোভের কথা জানান। সাম্প্রতিককালে বিদ্যুতের ভেলকিবাজির বিষয়ে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে সিলেট থেকে চাহিদামোতাবেক বিদ্যুৎ না পাওয়ার কথা তুলে ধরেন।

Exit mobile version