Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে হিন্দু সম্প্রদায়ের নেতা বিভাস দে এর ওপর নৃশংস হামলায় প্রার্থনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক জগন্নাথপুর জিউর শ্রীমন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির নেতা রাজনীতিবীদ ও সাংষ্কৃতিককর্মী বিভাস দে এর ওপর নৃশংস হামলার প্রতিবাদে শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া পরিচালনা কমিটির উদ্যোগে শনিবার দুপুরে এক প্রার্থনা ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জগন্নাথ জিউর আখড়া উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি সুধাংশু শেখর রায় বাচ্ছুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন কুমার দেব এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র কুমার দে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপদেষ্টা পরিষদ সদস্য বাবুল চন্দ্র দেব, মানিক চন্দ্র চন্দ, বাসুদেব মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি প্রনব কুমার বণিক, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শংকর লাল দে, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, মঙ্গলচন্ডী মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিবারণ গোপ, পৌর পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক হীরা মোহন দে,সহ-সভাপতি প্রজেশ গোপ, জগন্নাথ মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সহ-সভাপতি নিখিল দে, বিজু গোপ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক সুজিত কুমার রায়, শ্রীশ্রী কালি মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব। সভার শুরুতে গীতা পাঠ করেন মানিক দেবনাথ,স্বাগত বক্তব্য রাখেন, শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ শশী কান্ত গোপ, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বাবলু বণিক, জগন্নাথপুর মহাশশ্মানঘাট পরিচালনা কমিটির সাধারন সম্পাদক কাজল বণিক, লোকনাথ সেবা সংঘের দ্বিপক কুমার দে, বিদ্যুৎ দাস, মহারতœ দে, ছাত্রনেতা কল্যাণ কান্তি রায় সানী, ক্ষিতিশ দাস, বাবুল দাস, অরুন দাস প্রমুখ। সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আবদার হোসেন ভূঁইয়া, ব্যবসায়ী সালাহ উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সফিক মিয়া, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না ও বাজার বনিক সমিতির সহ-সভাপতি জাহির উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা জগন্নাথপুরের সনাতন ধর্মালম্বীদের সক্রিয় তরুণ নেতা রাজনীতিবীদ ও সাংষ্কৃতিককর্মী বিভাস দে এর ওপর রাতের আধাঁরে বর্বরোচিত নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার মুলহোতা মিন্টু রঞ্জন ধরসহ সকল হামলাকারীদের অভিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। পরে জগন্নাথ জিউর শ্রীমন্দিরের সেবাহিত সুব্রত ভট্রাচার্য্য বিশেষ প্রার্থনা করে বিভাস দের আশু সুস্থতা কামনা করেন। এতে সনাতন ধর্মালম্বীরা অংশ নেন।

Exit mobile version