Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে হোম কোয়ারেন্টাইনে ২০ জন প্রবাসি

স্টাফ রিপোর্টার::
সুনানগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় ২০ জন প্রবাসী হোমকোয়ারেন্টাইনে রয়েছেন। আজ বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জগন্নাথপুর উপজেলার ৫১৫ জন প্রবাসী রয়েছেন। তাদের মধ্যে সম্প্রতি যারা দেশে এসেছেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। আজ আমরা উপজেলার ২০ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রেখেছি। আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্য কর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করে করোনাভাইরাস সনাক্তে কাজ করছি। তবে এখন পর্যন্ত কোন লক্ষণ সনাক্ত হয়নি। তবে প্রবাসীরা দেশে এলেই ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। অপরদিকে গতকাল বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি
প্রকাশ করেছে। পৌর পরিষদ বিজ্ঞপ্তিটি মাইকিং করে নাগরিকদের অবগত করেছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, করোনাভাইরাস আমাদের দেশে ছড়িয়ে পড়ছে। প্রবাসী অধ্যুষিত এ উপজেলার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ প্রবাসী। তাদের মধ্যে অনেকেই দেশে ফিরছেন। করোনা প্রতিরোধে জন সচেতনতার জন্য আমরা গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছি। এতে দেশে আসা প্রবাসীদের হোমকোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
#l

Exit mobile version