Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ১৩টি বেড়িবাঁধের কাজ এখনও শুরু হয়নি, শঙ্কায় কৃষকরা

বিশেষ প্রতিনিধি :: জগন্নাথপুরের ফসলরক্ষা ৮১টি বাঁধের মধ্যে এখনও ১৩টি বাঁধের কাজ শুরু হয়নি। ফলে কৃষকরা হাওরের ফসল নিয়ে শঙ্কায় পড়েছেন।

গতকাল মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ জেলার সর্ববৃহৎ নলুয়ার হাওরের কয়েকটি বাঁধ নির্মাণ কাজ পরির্দশন শেষে স্থানীয় গনমাধ্যম কর্মীদের জানান, নির্ধারিত সময়ের মধ্যে হাওরের বাঁধ নির্মানের কাজ সম্পন্ন করা হবে। প্রতিটি বাঁধের সিআইসি সদস্যদের তাগিদ দেওয়া হয়েছে, যথাসময়ের মধ্যে কাজ শেষ করার জন্য। সেলক্ষ্যে সিআইসিরা কাজ করছেন। তিনি বলেন, জগন্নাথপুরের ৮১টি বাঁধের মধ্যে ১৩টি বাঁধের কাজ কাজ শুরু হয়নি। তবে এক দুইদিনের মধ্যে কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন।

এদিকে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে হাওরের বাঁধ নির্মাণের কাজ সম্পন্ন করার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ করা যাবে না বলে পিআইসি’র কয়েকজন সদস্য জানিয়েছেন।

গতকাল দুপুরে নলুয়ার হাওর পরির্দশনকালে দেখা যায়, হাওরজুড়ে হালিবাছাঁ (পরির্চচা) কাজে ব্যস্ত কৃষকরা। তাদের সঙ্গে আলাপ করে জানা যায়, এবার দেরিতে হাওর থেকে পানি নামার কারনে বোরো আবাদ শুরু হয়েছে বিলম্বে। চারা রোপন শেষ। এখন হালিবাছাঁর কাজ শুরু হয়েছে। এর পর ফসলে সার দেওয়া হবে। এক দেড় মাসের মধ্যে ফসল পাকা শুরু হবে। কিন্তু এখনও বাঁধ নির্মাণ কাজ শেষ না হাওয়া শঙ্কায় ভুগচ্ছেন স্থানীয় কৃষকরা।

নলুয়ার হাওরে হালিবাঁছা কাজে নিয়োজিত কৃষক আনোয়ার হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছর ২০ কেদারা জমিনে আবাদ করেছিলাম। হাওরের ধান পাকার আগেই বেড়িবাঁধ ভেঙে সব ফসল পানিতে নষ্ট হয়ে যায়। নানা কষ্টের মধ্যে আবারও চাষাবাদ শুরু করেছি। বেড়িবাঁধের কাজ ধীরগতি শুরু হওয়ায় দুশ্চিতায় রয়েছি আমরা।

নলুয়া হাওরের বাঁধ এলাকার বাসিন্দা ভুরাখালি গ্রামের কৃষক সাইদুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গত তিন বছর ধরে প্রাকৃতিক বিপর্যয়ের কারনে ফসল ঘরে তোলতে পারিনি। গত বছরও বাঁধ ভেঙে ফসলডুবির কারনে খুবই কষ্টের মধ্যে জীবন আছি। স্বপ্ন আর বুকভরা আশা নিয়ে এবারও ২৪ কেদারা জমিতে চাষাবাদ করেছি।
তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ভুরাখালী খেয়াঘাট, রাখালগাছ, হামহামি, ডুমাখালিসহ বেশ কয়েকটি বাঁধে এখনও মাটিই পড়েনি। তাই খুবই শঙ্কায় আছি।

হাওর বাঁচাও সুনামগঞ্জ বাচাঁও আন্দোলনের জগন্নাথপুর উপজেলা কমিটির সদস্য সচিব সাংবাদিক অমিত দেব জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৮ ফেব্রয়ারীর মধ্যে হাওরের বাঁধের কাজ শেষ করার কথা থাকলেও এখনও বেশ কয়েকটি বাঁধের কাজ শুরুই হয়নি। এমতাবস্থায় কিভাবে সময় মতো কাজ শেষ হবে তা বুঝতে পারছি না। তিনি দ্রুত কাজ শেষ করার জন্য আহবান জানিয়েছেন।

নলুয়া হাওরের ভুরাখালি খেয়াঘাটস্থ বেড়িবাঁধের সিআইসি কমিটির সভাপতি চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ইউপি সদস্য হীরা মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বেড়িবাঁধের কাজের ওর্য়াক অর্ডার (কার্যাদেশ) দেড়িতে পাওয়ায় নির্মাণ কাজে বিলম্ব হয়েছে। গতকাল কাজ শুরু করেছি। নির্ধারিত সময়ের মধ্যে বেড়িবাঁধের কাজ সম্পন্ন করা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন।
নলুয়া হাওর বেষ্টিত উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যথাসময়ের মধ্যে বেড়িবাঁধের কাজ শেষ করার জন্য। আমাদের ইউনিয়নের অধিকাংশ বাঁধের কাজ দ্রুত গতিতে চলছে। যে দুইতিনটি বাঁধের কাজ শুরু হয়নি সেইসব বাঁধের কাজ দুই এক দিনের মধ্যে শুরু হবে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ও জগন্নাথপুরের ইউএনও অফিস সুত্র জানায়, এবছর হাওররক্ষা বেড়িবাঁধের চারকোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ বরাদ্দ আরো বাড়তে পারে। সংশ্লিষ্টরা জানিয়েছেন অন্যবছরের তুলনায় এবার বরাদ্দ বেশি দেওয়া হয়েছে।

Exit mobile version