Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ১৪৫ ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ

জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন পরিষদের এলজিএসপি-৩ এর অর্থায়নে কাকবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল রোববার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ইমানির সভাপতিত্বে ও স্কুল পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল হকের পরিচালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক সহকারি রাপ্রু চাই মারমা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদ আলী কবিরী, সাবেক ইউপি সদস্য লিলু মিয়া কাছন, কাকবলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ রঞ্জন দাশ, আশারকান্দি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পরিতোষ সরকার, নিতাইগঞ্জ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবু বক্কর, করিমপুর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শুশান্ত দাস, ইউনিয়ন পরিষদের সচিব তোফাজ্জল হোসেন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলাঊদ্দিন আহমদ, আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সভাপতি মহিবুর রহমান রাসেল, কাকবলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ রঞ্জন দাশ, আশারকান্দি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরিতোষ সরকার, নিতাইগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর, করিমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুশান্ত দাস, কাকবলী বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হিরন মিয়া, আজমান আলী, আব্দুল গফুর, বদরুজ্জামান, সাবেক মেম্বার হারিছ আলী, আব্দুল মতিন, সেচ্ছাসেবকলীগ নেতা রাফিক আলী, ছাদিকুর রহমান প্রমুখ।

পরে বিদ্যালয়ের ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে ১৪৫টি ব্যাগ বিতরন করা হয়।

Exit mobile version