Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ১৫তম ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্পোর্টস রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে ১৫ তম ফুটবল কাপ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেল তিনটায় জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই হারুনুর রশিদ হিরণ মিয়া ষ্টেডিয়ামে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রবীন রাজনীতিবিদ সুনামগন্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি সিদ্দিক আহমদ। এ সময় জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন , সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,
উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী, জেলা পরিষদের সদস্য সৈয়দ সাব্বির আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভূঁইয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব কামালী, পৌর আওয়ামীলীগ সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক সালাউদ্দিন আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, উপজেলা যুবলীগের সহসভাপতি সাইফুল ইসলাম রিপনসহ উপজেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সুহিন আহমদ দুদুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অলিউর রহমানের পরিচালনায় উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগন্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি সিদ্দিক আহমদ।
উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধনী ম্যাচে ঘোষগাঁও এলিভেন স্টার কে ১-০ গোলে হারিয়ে এস ডি এ শাহাড়পাড়া ফুটবল ক্লাব জয়ী হয়েছে।
ম্যাচের প্রধান রেফারির দায়িত্বে ছিলেন জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ভূঁইয়া।
এবারের ফুটবল টুর্নামেন্টে ১২টি দল অংশ গ্রহন করেছে বলে আয়োজকরা জানিয়েছেন।

Exit mobile version