Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ৩৯টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি,চলছে প্রতিমা তৈরীর কাজ

কামরুল ইসলাম মাহি
আগামী ৪ অক্টোবর থেকে ৫ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা শুরু হবে। তাই দূর্গা পূজার প্রধান আকর্ষণ দূর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎ শিল্পীরা। এর ধারাবাহিকতায় সুনামগঞ্জের জগন্নাথপুরেরও চলছে পূজার ব্যপক প্রস্তুতি। সব কয়টি মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। হাতে তেমন সময় না থাকায় পূজারিরা এখন ব্যস্ত সময় পার করছেন।

এ বছর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বারোয়ারি ও ব্যক্তিগত মিলিয়ে ৩৯টি মণ্ডপে দুর্গোৎসব হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা সূত্রে এ তথ্য জানাগেছে। এরমধ্যে পৌরসভা ও ৮টি ইউনিয়নে ৩৩টি সার্বজনীন ও ৬টি পারিবারিক পূজা অনুষ্ঠিত হবে।

সুত্র জানায়, প্রতিটি পূজা মণ্ডপে নিজস্ব পাহারাদার, স্বেচ্ছাসেবক, বিদ্যুতের লোড শেডিং হলে জেনারেটর ব্যবস্থা গ্রহন কারা হবে। এছাড়া পুরুষ ও মহিলাদের পূজা মণ্ডপে প্রবেশের পৃথক রাস্তা, ধর্মীয় গান বাজানোর ব্যবস্থা, রাত ১২টার পর গানবাজনা বন্ধ রাখা

সুত্র আরও জানায়, বিশেষকরে আজান ও নামাজের সময় গানবাজনা বন্ধ রাখাসহ নানান নির্দেশনা দেওয়া হয়েছে পূজা কমিটির পক্ষে থেকে।

মন্ডপগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- জগন্নাথপুর পৌরসভার জগন্নাথ জিউর আখড়া, দাস সম্প্রদায় সার্বজনিন পূজা মন্ডপ বাসুদেব বাড়ি, আনন্দময়ী সার্বজনিন পূজা মন্ডপ বাসুদেব বাড়ি, কলকলিয়া ইউনিয়নের কালিটেকী সার্বজনিন পূজা মন্ডপ, কলকলিয়া দূর্গা বাড়ি সার্বজনিন পূজা মন্ডপ প্রমুখ।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমক, ‘প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ, গ্রামপুলিশ, আনসার মোতায়েন থাকবে। জগন্নাথপুরের পূজা মণ্ডপগুলোতে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান বলেন, ‘আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ ও পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা দায়িত্ব পালন করবেন। কেউ পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির সামান্যতম চেষ্টা করলে কঠোর আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Exit mobile version