Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ৩ দিনের মধ্যে গাছ পালা থেকে বিলবোর্ড প্লেকার্ড,ফেষ্টুন অপসারনে প্রশাসনের মাইকিং

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জগন্নাথপুর উপজেলা সদরের সকল রাস্তাঘাট,বাজার এলাকার গাছপালায় অবৈধভাবে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান কিংবা সংগঠন কর্তৃক লাগানো পোষ্টার বিলবোর্ড, ব্যানার, সাইনবোর্ড, ফেষ্টুন, প্লেকার্ড তিন দিনের মধ্যে অপসারনের জন্য নির্দেশ দেয়া হয়েছে। রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এ নির্দেশনা দেয়া হয়। অন্যতায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রচার করা হয়। জনসচেতনামুলক এমন নির্দেশনায় বলা হয় অবৈধভাবে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান কিংবা সংগঠন কর্তৃক লাগানো পোষ্টার বিলবোর্ড,ব্যানার, সাইনবোর্ড, ফেষ্টুন, প্লেকার্ড পরিবেশের নানারূপ ক্ষতি সাধন করছে যা আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ। তাই অবৈধ বিষয়াদি নিজ খরচে তিন দিনের মধ্যে অপসারন করতে হবে। এবিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রকৃতির ক্ষতি সাধন করে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান গাছপালায় অবৈধভাবে পোষ্টার বিলবোর্ড, ব্যানার, সাইনবোর্ড, ফেষ্টুন, প্লেকার্ড লাগিয়ে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই সংশ্লিষ্ট সকলকে ৩ কার্যদিবসের মধ্যে নিজ খরচে তা অপসারন করতে বলা হয়েছে। অন্যতায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Exit mobile version