Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ৪ দিন ধরে নেই পল্লী বিদ্যুৎ, অন্ধকারে ১০ গ্রাম

বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে চারদিন ধরে ১০ গ্রামবাসী বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে।
পল্লী বিদ্যুতের গ্রাহকরা জানান, গত সোমবার (১৫ এপ্রিল) জগন্নাথপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নে পল্লীবিদ্যুতের কয়েকটি খুঁটি ও তাঁর ছিঁড়ে পড়ে। এতে করে ওই ইউনিয়নের বালিকান্দি, পাড়ারগাঁও, শ্রীধরপাশা, জগদ্বীশপুর, শাদীপুর, খামারখাল, তেলিকোণা, ইসলামপুর, পৌরএলাকার শেরপুর ও আলখানাপার এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে আছে।  বৃহস্পতিবার বিকেলে পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়নি। জগন্নাথপুর পৌরসভার শেরপুর এলাকার বাসিন্দা নিকেশ বৈদ্য বলেন, গত চারদিন ধরে আমরা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছি। বিদ্যুতের না থাকায় সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে আমরা। কর্তৃপক্ষকে বার বার তাগিদ দেওয়ার পরও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। একই এলাকার মনাই চৌধুরী বলেন, একটু ঝড় বৃষ্টিতেই বিদ্যুৎ চলে যায়। ঝড়ের অজুহাতে দেখিয়ে গত চারদিন ধরে বিদ্যুৎ বন্ধ রয়েছে। ফলে অন্ধকারেই আমরা বসবাস করছি।
জগন্নাথপুর পৌরশহরের কেশবপুর বাজারস্থ পল্লী বিদ্যুতের কার্যালয় সুত্র জানায়, গত সোমবার কালবৈশাখী ঝড়ে পল্লী বিদ্যুতের ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। ঝড়ে জগন্নাথপুরের বনগাঁও, বালিকান্দি, কামারখাল ও ক্ষেত্রপাশা এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। এলাকায় বিদ্যুতের তাঁর ছিঁড়ে পড়ে একাদিকস্থানে। যে কারনে কলকলিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের এক হাজার ৫শত গ্রাহক বিদ্যুৎ সেবা পাচ্ছেন না।
জগন্নাথপুরের পল্লী বিদ্যুতের দায়িত্বেথাকা জাহাঙ্গীর আলম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, কালবৈখাশী ঝড়ে ল-ভ- করে দেয় বিদ্যুতের। একাধিক জায়গায় বিদ্যুতের খুঁটি পড়ে গেছে। অসংখ্যস্থানে বিদ্যুতের তাঁর ছিঁড়ে পড়ে আছে। বিদ্যুৎ সরবরাহ করতে আমরা কাজ করছি। এক দুই দিনের  মধ্যে আশা করছি বিদ্যুৎ সংযোগ চালু হতে পারে।

Exit mobile version